শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

ভোট দিলেন মমতা, শেষ হলো সিটি নির্বাচন

ভয়েসবাংলা ডেস্ক / ৮৯ বার
আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মধ্য দিয়ে শেষ হলো কলকাতা সিটি নির্বাচন। প্রতিবারের মতো এবারও শেষ সময়ে ভোট দিলেন তিনি।

এদিন মমতার কিছু আগে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার ভোটের পরই তাৎপর্যপূর্ণভাবে ৭৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থীপদ বাতিল করে দিলেন সিপিএমের প্রার্থী মধুমিতা দাস। তিনি বলেন, এ ভোটের কোনো মূল্য নেই। একতরফা জাল ভোট হয়েছে। পুলিশ দেখেও কোনো প্রতিবাদ করেনি। এই ভোটে প্রার্থী হয়ে বসে থেকে এসব দেখার কোনো মানে হয় না।

এবারের কলকাতার সিটি ভোটে ১৪৪টি ওয়ার্ডে মোট ৯৫০ জন প্রার্থী দলীয় প্রতীকে লড়ছেন। এরমধ্যে ৩৭৮ জন নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নেওয়া হয়েছে চার হাজার ৯৫৯টি বুথে। সম্পূর্ণ ভোট প্রক্রিয়া চলছে ইলেকট্রনিক ভোটার মেশিন অর্থাৎ ইভিএম দ্বারা। কলকাতার মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর