রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

ভুয়া তথ্য ছড়ানোয় অভিযুক্ত রুশ টিভির সাবেক সাংবাদিক মারিনা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪০ বার
আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাবেক সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভাকে ভুয়া তথ্য ছড়ানোয় অভিযুক্ত করা হয়েছে। বুধবার রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোয় অভিযুক্ত করা হয়েছে তাকে। এই অপরাধ প্রমাণ হলে তার দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

গত মাসে ক্রেমলিনের উল্টোদিকে মস্কোভা নদীর তীরে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী পোস্টার প্রদর্শন করেন সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভা। সেই ছবি নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেন তিনি। অভিযোগ গঠনের সঙ্গে ওই ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে।

ইউক্রেনে জন্ম নেওয়া সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন টেলিভিশন ক্যামেরার সামনে যুদ্ধবিরোধী প্লাকার্ড দেখিয়ে। রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান এর প্রাইম টাইম সম্প্রচারের সময় এই প্লাকার্ড দেখান তিনি। পরে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অভিযানের বিরোধিতা অব্যাহত রাখায় কয়েকবার জরিমানাও করা হয় তাকে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর