রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের পতনে উচ্ছ্বসিত রাশিয়া

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করছেন রুশ রাজনীতিকরা। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘বোকা ভাঁড়’ হিসেবে উল্লেখ করছেন। যিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ফল ভোগ করছেন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, তারাও জনসনকে পছন্দ করে না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জনসনের পদত্যাগের ঘোষণার আগে বলেছিলেন, তিনি আমাদের পছন্দ করেন না, আমরাও তাকে পছন্দ করি না। রুশ ধনকুবের ওলেগ ডেরিপাসকা টেলিগ্রামে লিখেছেন, একজন বোকা ভাঁড়ের গৌরবহীন সমাপ্তি’। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভিয়াচেস্লাভ বলেছেন, ভাঁড় চলে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের প্রধান মতাদর্শী। ইউরোপীয় নেতাদের বিবেচনা করা উচিত এমন নীতি কোথায় নিয়ে যাবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগে থেকেই বারবার তার সমালোচনা করে আসছিলেন জনসন। আক্রমণের পর জনসনের নেতৃত্বে ইউক্রেনের বৃহত্তম পশ্চিমা সমর্থক হয়ে ওঠে ব্রিটেন। পাঠানো হয় অস্ত্র এবং রাশিয়ার বিরুদ্ধে গুরুতর নিষেধাজ্ঞা জারি করা হয়। যুদ্ধের মধ্যেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে দুইবার কিয়েভ সফর করেছেন জনসন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জনসনের পতন পশ্চিমাদের ক্ষয়িষ্ণুতার লক্ষণ। এই গল্পের নৈতিকতা হলো: রাশিয়াকে ধ্বংসের চেষ্টা করবেন না। রাশিয়াকে ধ্বংস করা যাবে না। আপনারা নিজের দাঁত ভেঙে তা গিলতে পারেন। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর