শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে পাত্তা পেলো না অস্ট্রেলিয়া

ভয়েস বাংলা রিপোর্ট / ১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কাতার বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনার অন্যতম বাধা ছিল অস্ট্রেলিয়া। শেষ ষোলোয় সকারুদের ২-১ গোলে হারিয়েছিল! সেই একই দল আজ বেইজিংয়ে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি। পার্থক্য হলো এবার তারা বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে খেলতে নেমেছিল। তাতে অবশ্য প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল। বিশ্বচ্যাম্পিয়নরা ২-০ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
লিওনেল মেসিকে রেখে শক্তিশালী একাদশ সাজিয়েছিলেন স্ক্যালোনি। তার সঙ্গে মিডফিল্ডে ছিলেন সদ্য লিভারপুলে যোগ দেওয়া ম্যাক অ্যালিস্টার। তারা খেলতে নেমেছিল ৪-৩-৩ ছকে। বিপরীতে ৪-১-৪-১ ছকে খেলতে নামে সকারুরা।
শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা আর্জেন্টিনা এগিয়ে যায় ২ মিনিটেই। নিজেদের অর্থে অস্ট্রেলিয়ার লেকি বলের নিয়ন্ত্রণ হারালে সেটি পেয়ে যান ফার্নান্দেস। এই মিডফিল্ডারের পাস নেওয়ার জন্য জায়গা মতো অবস্থান নেন আর্জেন্টাইন অধিনায়ক। তার পর বাঁকানো শটে দর্শনীয় গোলে স্কোর ১-০ করেছেন মেসি। ৫ মিনিটে আরেকটি সুযোগ এসেছিল। কিন্তু শট বারের ওপর দিয়ে নেন ম্যাক অ্যালিস্টার।
১৬ মিনিটে গোল মুখে শট নেওয়ার সুযোগ ছিল ম্যাক অ্যালিস্টারের। কিন্তু গনজালেসের দেওয়া ভলি নেওয়ার আগেই সেটি বিপদমুক্ত করেছেন রোওয়েলস।
মিচেল ডিউক ও জর্ডান বোসের মিলিত চেষ্টায় সমতা ফেরানোর সুর্বণ সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়ার। ২৮ মিনিটে বোসের থেকে পাওয়া ভলিতে শট নিয়েছিলেন ডিউক। এমি মার্তিনেজ শুরুতে সেটি সেভ করেছিলেন। কিন্তু বল ঠিকমতো গ্লাভসে জমাতে পারেননি। ভাগ্য ভালো আলগা বলটি তার পর পোস্টে আঘাত করেছিল। ততক্ষণে ডাইভ দিয়ে বল আয়ত্ত্বে নেন আর্জেন্টাইন গোলরক্ষক।
৬৮ মিনিটে পেজেল্লার হেডে আসে দ্বিতীয় গোল। অবশ্য এই গোলে অবদান ছিল মেসি-দে পলের রসায়নের। শর্ট কর্নারের পর দুজনের বল আদান প্রদানের মাধ্যমে দে পল ভাসানো ক্রস করেছিলেন। আনমার্কড পেজেল্লা সুযোগ পেয়ে হেড করে তা জালে পাঠাতে ভুল করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর