রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

বিপর্যয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান: ইমরান খান

ভয়েস বাংলা প্রতিবেদক / ১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

পাকিস্তানের সামরিক বাহিনী নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ফ্যাসিবাদীরা দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। বিবিসি হার্ডটককে দেয়া সাক্ষাৎকারে বুধবার এসব বলেন ইমরান খান। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। চার বছরের কম সময় দেশ শাসন করার পর গত বছর সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি।
পর্যবেক্ষকরা বলছেন, ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ায় অন্যতম কারণ দেশটির শক্তিশালী সামরিক বাহিনী। ইমরান তাদের অনুগ্রহের বাইরে পড়ে গিয়েছিলেন। পাকিস্তানের সামরিক বাহিনী কয়েক দশক ধরে কখনও প্রত্যক্ষ আবার কখনও পরোক্ষভাবে দেশ পরিচালনা করেছে।
ইমরান খান দাবি করেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একমাত্র দল যেটি সামরিক স্বৈরশাসকদের হাতে তৈরি হয়নি। এ কারণেই দলটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।
যদিও অনেক সমালোচকের দাবি, ক্ষমতায় উত্থানের সময় সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন ইমরান খান। গত কয়েক মাসে পিটিআই-এর অনেক সদস্য দলত্যাগ করেছে। গুরুত্বপূর্ণ সদস্যরা আছেন কারাগারে।
ইমরান খান বলেন, প্রতিষ্ঠান প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারপরও আমরা ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতে জয়ী হলাম। তিনি বলেন, প্রতিষ্ঠান আশা করেছিল যে আমাকে ক্ষমতা থেকে অপসারণ করা গেলে দল দুর্বল হয়ে পড়বে। কিন্তু এর পরিবর্তে দলের জনপ্রিয়তা আরও বেড়েছে। তারা সবকিছুর চেষ্টা করেছে। ১০ হাজারের বেশি কর্মী- সমর্থককে জেলে দিয়েছে। তাদের মধ্যে নারী এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা আছেন।
ইমরান খান যিনি নিজেকে একজন সংস্কারপন্থি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আসলে আমরা একটি বড় বিপর্যয়ের দ্বারপ্রান্তে। আমরা অন্ধকারের দিকে এগোচ্ছি। তিনি বলেন, পাকিস্তানের একমাত্র সমাধান হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটিই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা এই ‘জগাখিচুড়ি’ থেকে বেরিয়ে আসতে পারবো। দুর্ভাগ্যবশত দেশটি ফ্যাসিস্টদের হাতে দখল হয়ে আছে। তারা নির্বাচনের ভয়ে ভীত। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর