রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

বিদিশা ও এরিক এরশাদসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোর্টার / ১৩৬ বার
আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও তার ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে এই মামলার আবেদন করেন সাবেক হুইপ এস এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুল নাহার শিমু। এরপর আদালত মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলাতে আসামি করা হয়েছে‑ বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ (এরিক), এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ, মো. এরিক এরশাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনার, উপ-কমিশনার, পুলিশ সুপার ও গুলশান থানার অফিসার ইনচার্জ।

আদালত সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে সাবেক স্ত্রী বিদিশা ও তার ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর