রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

বাস ভাড়া নির্ধারণে বুধবার বৈঠক

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ৫ টাকা। যা ২৯ আগস্ট মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। ফলে বাস ভাড়াও কমবে। এ পরিপ্রেক্ষিতে আবারও বাস ভাড়া নির্ধারণে বৈঠকে বসছে বাস মালিক ও সরকার। বিআরটিএ’র আমন্ত্রণে বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বনানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা। এদিকে, মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা, যা বর্তমানে কার্যকর রয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয় করে গত ৬ আগস্ট শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে এই ভাড়া নির্ধারণ করে। যা পরের দিন ৭ আগস্ট রবিবার থেকে কার্যকর হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাস মালিকদের সংগঠনের নেতা খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, তেলের দাম কমেছে, তাই কাল বিকাল ৫টায় আবারও ভাড়া নির্ধারণে বৈঠকে বসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর