রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

বার্সায় মেসির অভাববোধ করছেন কোম্যান!

রিপোর্টার / ১৯৪ বার
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

নিজেদের মাঠে আধিপত্য-ই দেখিয়েছে ইনাকি উইলিয়ামসরা। ম্যাচ জিতলেও সেটি অবাক হওয়ার মতো ছিল না। তার পরও বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আথলেতিক বিলবাও। এমন ম্যাচে বার্সার দীর্ঘদিনের সঙ্গী লিওনেল মেসির অভাব অনুভূত হয়েছে ঠিকই। ম্যাচের পর পরোক্ষে তার অভাব বোধের কথা অস্বীকার করলেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান!

পিএসজিতে চলে যাওয়া মেসিকে নিয়ে এই ডাচম্যান বলেছেন, ‘সবসময় এক প্রসঙ্গ নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে বিশ্বের সেরা খেলোয়াড় নিয়ে। মেসি যদি আজ এখানে(বার্সেলোনা) থাকতো, তাহলে প্রতিপক্ষ আরও বেশি ভয় পেতো।’

পায়ে বল এলে, মেসি কী করতেন, সেটি নতুন করে বলার কিছু নেই। তার দূরন্ত গতিতে ছুটে চলার দৃশ্যই চোখে ভাসবে। কোম্যান তাই বলেছেন, ‘যদি সত্যি করে বলি, তাহলে মেসিকে পাস দেওয়া হলে সাধারণত সে বল হারায় না। এখন সে (মেসি)এখানে নেই। আমরা সবাই তা জানি। আমরা এটা পরিবর্তনও করতে পারবো না।’

ড্র করলেও লা লিগায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর