মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

বায়তুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজার চেষ্টা, পুলিশের ওপর হামলা

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভেতরে শোক দিবসের দোয়ার সময় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করে কিছু মানুষ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে। পরে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। এমন সময় দেলাওয়ার হোসাইন সাঈদীর অনুসারী ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্যরা হট্টগোল সৃষ্টি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জামায়াতের অনুসারীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এ প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদে প্রাঙ্গণ এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের থানায় এনে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর