শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ থেকে নিবে গার্মেন্ট পণ্য, আর্জেন্টিনা দেবে গম-চিনি

ভয়েস বাংলা রিপোর্ট / ২৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ সমঝোতা স্মারক সই করেন।

স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মারকোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। এটা কাজে লাগাতে চায় সরকার। তিনি জানান, বাংলাদেশ গার্মেন্ট পণ্য রপ্তানি করবে আর্জেন্টিনায়। দেশটির জনসংখ্যা ২৭ কোটি। সেই বাজারটাকে ধরতে চায় সরকার। আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার আর সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ। টিপু মুনশি বলেন,  ফুটবল নিয়ে দু-জাতির আগ্রহ অপরিসীম। এই আগ্রহই সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্যে ক্ষেত্রে দুই দেশ অনেকগুলো চুক্তি করেছে। যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর