রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

বছরের ১৪তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

ভয়েসবাংলা প্রতিবেদক / ৬২ বার
আপডেট : বুধবার, ৪ মে, ২০২২

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তির জানান দিলো উত্তর কোরিয়া। প্রতিবেশি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, পূর্ব উপকূলের দিকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে সুনান এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। জাপানের কোস্টগার্ড একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলছে। যত দ্রুত সম্ভব পারমাণবিক শক্তির গতি বাড়ানোর প্রতিশ্রুতির এক সপ্তাহের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া। এটি তাদের চলতি বছরের ১৪তম পরীক্ষা।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে কিম জং উনের দেশ। অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানিয়েছেন সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। একে জাতিসংঘের সনদের পরিপন্থীর কথা স্মরণ করিয়ে কোরীয় উপদ্বীপের শান্তির জন্য হুমকি অ্যাখা দিয়েছে তিনি।

গত মার্চেই এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা চালায় দেশটি। ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ আইসিএমবি’র পরীক্ষা চালায়। উ. কোরিয়া এই বছরে বেশিভাগই পরমাণু বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর