শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন ২৮ অক্টোবর

ভয়েস বাংলা প্রতিবেদক / ৬ বার
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে। সেদিন এই টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, চার লেনবিশিষ্ট দেশের প্রথম এই টানেলে যানবাহন চলাচল শুরু এখন সময়ের ব্যাপার। নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৯৯ শতাংশ। বর্তমানে টানেলের ভেতরে টেকনিক্যাল নানা বিষয়ের কাজ চলছে।
চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে ২০১৫ সালে প্রকল্পের কাজ শুরু হয়। এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তকে আনোয়ারা উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর