রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

প্রয়াত এমপিদের পরিবারের জন্য ভাতা চালুর প্রস্তাব

রিপোর্টার / ১১৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

সংসদ সদস্য মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যদের জন্য ভাতার দাবি করেছেন সাবেক চিফ হুইপ ও সরকারি দলের এমপি আ স ম ফিরোজ। তিনি বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি। আমরা জনগণের কল্যাণে কাজ করি। মৃত্যুর পরে আমাদের পরিবারের কী হয়, কী হবে? যারা আর্থিকভাবে সচ্ছল তারা হয়তো বুঝি না। যারা সচ্ছল নয় তাদের কিন্তু আসলে খুবই কষ্ট হয়। যারা জনগণের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন, নিজের জন্য কিছু করেননি, তেমন এমপিদের ছেলেমেয়ে, পোষ্যদের প্রয়োজন অনুযায়ী মাসোহারার ব্যবস্থার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এই দাবি করেন।

ফিরোজ তার বক্তব্যে বলেন, যাদের প্রয়োজন নেই তারা নেবেন না। যাদের প্রয়োজন আছে তারা নেবেন। যাদের সন্তান রয়েছে তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে? জনগণের জন্য কাজ করে গেছেন নিজের জন্য কিছু করেননি—এ রকম রাজনীতিক বাংলাদেশে অনেক আছে। শুধু আওয়ামী লীগের নয়, বিভিন্ন দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।

তিনি বলেন, আমরা সংসদ সদস্য জনগণের জন্য কাজ করি—একটি দাবি রাখা যায় অন্তত তাদের জন্য, যদি তাদের চাহিদা থাকে, পরিবার যদি আবেদন করে বা সিদ্ধান্ত নেয় তাহলে যখন যে সরকারই ক্ষমতায় থাক, তাদের মাসোহারা দেওয়ার একটা সিদ্ধান্ত থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর