রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রাণের ঠিকানায় ফিরে উচ্ছ্বাস আর আনন্দে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : হলে ফুল আর চকলেট দিয়ে বরণ

রিপোর্টার / ১৪২ বার
আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

করোনাভাইরাস মহামারীকালে দেড় বছর বন্ধ থাকার পর প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক চূড়ান্ত বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারছেন। তাদের পরীক্ষা শেষ হলে দ্বিতীয় ধাপে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন হলের প্রাধ্যক্ষরাও। আজকের দিনটি সত্যিই আমাদের জন্য আনন্দের। দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম আমরা। আজকে সেই মাহেন্দ্রক্ষণ, শিক্ষার্থীরা তাদের হলে ফিরে আসছে। শিক্ষার্থীদের প্রদাচারণায় আবারও প্রাণবন্ত হয়েছে হলের পরিবেশ। শিক্ষার্থীদের সুন্দর আবাসনের ব্যবস্থা করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি বিবেচনায় হলে ফেরা শিক্ষার্থীরে স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক দিন পর স্বস্তি পাচ্ছি। হল প্রশাসনের পক্ষ থেকে ফুল আর চকলেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। সত্যিই সেই প্রথমবর্ষের দিনগুলোর স্মৃতিকে ফিরিয়ে নিয়ে গেল দিনটি। মহামারীর মধ্যেই মঙ্গলবার সকালে খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো; স্বাস্থ্যবিধির অংশ হিসেবে হাত ধোয়ার জন্য রোকেয়া হলের প্রবেশপথেই বসানো হয়েছে বেসিন।

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য আগামী ৭ অক্টোবর থেকে টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি করতে পারবেন।সব বর্ষের শিক্ষার্থীকে শতভাগ টিকার আওতায় এনে অতিদ্রুত সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া আজ মঙ্গলবার যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন অনুসরণ করে উৎসবমুখর পরিবেশে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স-এর শিক্ষার্থীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নিজ নিজ হলে উঠায় সন্তোষ প্রকাশ করা হয় সভায়। এই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর