রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

প্রবাসী ব্যবসায়ীদের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান কৃষিমন্ত্রীর

আশরাফ আলী, লন্ডন থেকে / ১৩০ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন । গত সোমবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মতবিনিময় সভায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদফতরে মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বিবিসিসিআইর হেড অব অ্যাডভাইজরি বোর্ড শাহগীর বখত ফারুক, প্রেসিডেন্ট বশির আহমেদ, ডিরেক্টর রফিক হায়দার, পাথফাইন্ডারের সিইও ইফতি ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম চৌধুরী নাদেল এবং সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, বাংলাদেশে কৃষিপণ্যের বাণিজ্যিক উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ করতে হবে। দেশে বিনিয়োগের সব সুবিধা রয়েছে। কৃষিমন্ত্রী বলেন, রফতানি বাড়াতে আধুনিক কৃষিচর্চা মেনে ফসল উৎপাদন, রফতানি উপযোগী জাতের ব্যবহার, আধুনিক প্যাকিং হাউজ নির্মাণ, অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপনসহ নানা কাজ চলছে। ইতোমধ্যে ২০২৫ সালের মধ্যে ২ লাখ ৫০ হাজার টন আলু রফতানি ও ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্যের রফতানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে দুটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।

এসময় ব্যবসায়ী নেতারা বাংলাদেশ থেকে কৃষিপণ্য রফতানির জন্য কার্গো উড়োজাহাজ ভাড়া বেশি, স্ক্যানিং সমস্যা, কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজের সমস্যাসহ নানা সমস্যা তুলে ধরেন। এ ছাড়া, গ্লোবাল গ্যাপ (উত্তম কৃষিচর্চা) মেনে ফসল উৎপাদন, সংরক্ষণ ও সার্টিফিকেট প্রদানের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর