রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৭৪ বার
আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। সোমবার বিকালে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর রাতেই তিনি শপথ নেন। জিও নিউজ এখবর জানিয়েছে।

শাহবাজ শরিফকে শপথ পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জারানি। শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট আরিফ আলভি ‘অসুস্থ বোধ’ করায় সিনেট চেয়ারম্যান তাকে শপথ পাঠ করান।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পিটিআই প্রার্থী শাহ মেহমুদ কোরেশির বিপরীতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন শাহবাজ। স্বল্প মূল্যে গম বিক্রি, তরুণদের ল্যাপটপ প্রদান এবং বেনজির কার্ড প্রচলনের ঘোষণা দেন তিনি।পাকিস্তানকে ‘বিনিয়োগ স্বর্গ’ বানানোর ঘোষণা দিয়ে শাহবাজ বলেন, বিনিয়োগকারীদের মূলধনে তাদের দেশ এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর