রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

প্রথম ভাষণে ব্রিটেনকে পথ দেখানোর প্রতিশ্রুতি সুনাকের

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন ঋষি সুনাক। অর্থনৈতিক সংকটে থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, সবাই মিলে আমরা অবিশ্বাস্য কিছু অর্জন করবো।

দেশ পরিচালনার জন্য তৈরি আছেন উল্লেখ করে ঋষি সুনাক জানান, রাজনীতির বাইরে গিয়েও তিনি মানুষের ভবিষ্যৎ ও প্রয়োজন মেটাতে কার্যকর ব্যবস্থা নেবেন। ব্রিটেনকে পথ দেখাবেন বলে ঘোষণা দিয়ে সুনাক বলেন, আমি অর্থনৈতিক স্থিতিশীলতা আনবো এবং এটাই হবে আমার সরকারের এজেন্ডার হৃদপিণ্ড। তার মানে হচ্ছে কঠিন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন সুনাক। তিনি বলেন, তিনি (লিজ ট্রাস) আসলে ভুল করেননি, তিনিও দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। এটা ছিল মহৎ উদ্দেশ্য। আমি তার অক্লান্ত পরিবর্তন ইচ্ছাকে সম্মান করি।

তবে কিছু ভুল হয়েছিল। কিন্তু সেটা অনিচ্ছাকৃত, এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, যোগ করেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর