রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রথম-নবম শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়লো

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৯৯ বার
আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তিতে অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদনের সময় দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সময়সীমা ১০ ডিসেম্বর রাত ১২টা এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।

প্রসঙ্গত, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর