রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রথম আলো যা করেছে ফৌজদারি অপরাধ: ওবায়দুল কাদের

ভয়েস বাংলা রিপোর্ট / ২২ বার
আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মহান স্বাধীনতা দিবসের দিন প্রথম আলোর প্রকাশ করা প্রতিবেদনটি ভুল নয়, ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেকে বলেছেন, এটা তাদের একটা ভুল। আমি তাদের উদ্দেশে বলতে চাই, স্বাধীনতা দিবসের দিনে বাঙালি জাতির ৫২ বছরের অর্জন মর্যাদা নিয়ে তামাশা করা সাধারণ ভুল নয়। একটি ফৌজদারি অপরাধ। প্রথম আলো আর বিএনপি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তাদের টার্গেট আগামী নির্বাচন।

শনিবার (১ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দলটির সভাপতি-সম্পাদকমন্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দৈনিক প্রথম আলো তাদের নিজস্ব প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ সমাজের মনে হতাশা ও ক্ষোভ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অপচেষ্টা করেছে। স্বাধীনতা দিবসে প্রথম আলোর এই উদ্যোগ জাতিসত্তা-বিনাশী অপতৎপরতা নয় কি— প্রশ্ন রেখে তিনি বলেন, স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য দিন। অথচ এই দিনে পলিটিক্যালি সিলেক্টেড বিশেষ এজেন্ডা সেটিংয়ের উদ্দেশ্য করা এই সংবাদটি মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ অর্জনকে অস্বীকার করার শামিল নয় কি?

ওবায়দুল কাদের অভিযোগ করেন, ঐতিহ্যগতভাবেই দৈনিকটির এক বিশেষ স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে মূলক সংবাদ পরিবেশন তারা বরাবরই বিরাজনীতিকরণের উদ্যোগ গ্রহণ করে আসছে। ষড়যন্ত্রের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একজন সম্পাদক এবং একজন রিপোর্টারের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় এবং সংস্থা থেকে যেসব রিপোর্ট এসেছে…। এরা অত্যন্ত চতুর। আন্তর্জাতিক লিংক এদের অনেক শক্ত। কিন্তু তারা এই খবর ছড়িয়ে দিয়েছে যে, দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ে রিপোর্ট করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ে রিপোর্ট করায় কিংবা এ নিয়ে টকশোতে অংশ নেওয়ার জন্য সরকার কি একজন লোকের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নিয়েছে- প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে মিথ্যা সংবাদ আজকের সারা দুনিয়ায় রটানো হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যই রিপোর্ট করাতে এই সাংবাদিক এই সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকরা আমাদের শত্রু নয়। কিন্তু প্রথম আলো আপনাদের সঙ্গে শত্রুতা করছে। বিএনপিকে আমরা ভাবি প্রতিপক্ষ, বিএনপি আমাদের ভাবে শত্রু। প্রথম আলো আমাদের ভাবে শত্রু। প্রত্যেকের সম্পাদকীয় পলিসি আছে। (প্রথম আলো) আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা; যেটা বিএনপির রাজনীতিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আজকের বাস্তবতা।

সাংবাদিকদের জন্য আওয়ামী লীগ সরকার যা করেছে, তার ফিরিস্তি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘অষ্টম ওয়েজবোর্ড, সাংবাদিক কল্যাণ ভাতাসহ সাংবাদিকদের জন্য যা কিছু করা যায় তা করা হয়েছে। সাংবাদিক কল্যাণে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে শেখ হাসিনা সরকার এবং পার্সোনালি আমাদের নেত্রী এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আপনার আমাদের শত্রু নন। কেউ কেউ আমাদের সঙ্গে শত্রুতা করছে। আমরা এ বিষয়গুলো কখনও আপনাদের বলিনি। আজ আমাদের পিঠ ঠেকে গেছে শুনতে শুনতে। এসব অপবাদ এসব মিথ্যাচার চলতেই আছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার, মিথ্যাচার, তারপর অনলাইনে ফেসবুকের কুৎসিত প্রচারণার। পার্সোনালি প্রধানমন্ত্রীকে আক্রমণ করা, গালিগালাজ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল বাংলাদেশ করে আমরা কি ভুল করে ফেললাম? সেই ডিজিটাল মাধ্যমে এখন আমাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। তারা এ বিষয়টা অত্যান্ত চতুরভাবে করে যাচ্ছে। এ সময় হত্যা ও গুমের রাজনীতির বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন,  টার্গেট হলো সরকার, স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা ফৌজদারি অপরাধ, আরেকটা পঁচাত্তর সৃষ্টি করতে চায় দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। তিনি অভিযোগ করে বলেন, জনপ্রিয় সরকারক হেয় করার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে ছোট করার জন্য সরকারকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে প্রথম আলো। কেউ আইনের ঊর্ধ্বে নন।

শুক্রবার বিএনপির ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিরপুরে ইফতারের আমন্ত্রণ জানিয়ে গণমাধ্যমকর্মীদের বেধড়ক পিটিয়েছে বিএনপি। নিজেরা মারামারি করে, আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছে। গণমাধ্যমের সাথে আওয়ামী লীগের কোন শত্রুতা নেই, কিন্তু প্রথম আলো আমাদের শত্রু ভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর