রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

অবশেষে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ জেনারেলদের ফোনালাপ

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৪৬ বার
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

অবশেষে পরস্পরের সঙ্গে কথা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধতন সামরিক কর্মকর্তাদের। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফোনে নিজেদের মধ্যে আলাপ করেছেন দেশ দু‌’টির শীর্ষ জেনারেলরা। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি তার রুশ সমকক্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনে কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর এটিই তাদের প্রথম কোনও আলোচনা।

ইউএস জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভের মধ্যে কথা হয়েছে। নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়াদি নিয়ে তারা কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর