রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

ভয়েস বাংলা প্রতিবেদক / ১২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার ঢাকা জেলার কেরানীগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপ দিয়ে এই পরিদর্শন শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতা। মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আব্দুস সালাম, জহির উদ্দিন স্বপন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মহানগর নেতা এবিএম মোয়াজ্জেম হোসেন, ইকবাল হোসেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির পূজামণ্ডপ দিয়ে এই পরিদর্শন করেন। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গৌতম চক্রবর্তী, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনে শামা ওবায়েদ, নিপুণ রায় চৌধুরীসহ অন্যরাএরপর সন্ধ্যায় ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এরপর রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মির্জা ফখরুল শারদীয় দুর্গাপূজা উৎসবের মহা-নবমীর দিন পূজামণ্ডপে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানান।

হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা আজকে এখানে আমাদের দলের চেয়ারপারসন  খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর