শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

পিএসসির নতুন দুই সদস্যের শপথগ্রহণ

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪২ বার
আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নবনিয়োগপ্রাপ্ত দুই সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। শপথ নেওয়া দুই সদস্য হলেন— সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদেরকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিরাসহ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, পিএসসির অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি পিআরএল ভোগরত সাবেক সচিব মো. খলিলুর রহমান ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন। এরপর বিধি অনুসারে তাদের শপথবাক্য পাঠ করানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর