রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

পাঠানে’র বিজয় পতাকা উড়ছে, প্রথম দিনেই বাজিমাত

ভয়েস বাংলা রিপোর্ট / ৩০ বার
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

‘পাঠান’-এর মুক্তির প্রথম দিনেই এই ছবির বিশ্বব্যাপী আয় প্রায় ১০৬ কোটি। সকলের মুখে একটাই কথা ‘কিং ইজ ব্যাক’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন শাহরুখের। তিনি যে এখানেই ছিলেন কোথাও তো যাননি। তাহলে কামব্যাক কেনো!

‘পাঠান’-এর বিজয় পতাকা উড়ছে। কোটি কোটি অনুরাগী মুখিয়ে রয়েছে তাদের মসিহার দিকে। ছবির প্রচার করেননি। ‘ওয়ার্ড অফ মাউথ’ ছিল এক মাত্র ভরসা। সাফল্যের পর কি বলবেন বাদশা? সেই দিকেই চোখ সকলের। এবার টুইট করলেন শাহরুখ।

১৯৯৭ সালের হলিউডের ছবি গ্যাচার প্রসঙ্গ টেনে টুইট করলেন শাহরুখ। তিনি লেখেন, ‘সাঁতরে ফিরে আসার জন্য তো কিছু বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার তো কোনো পরিকল্পনা হতে পারে না। সামনে দিকে এগিয়ে যাওয়াই যে জীবন। ফিরে আসা বা ‘কামব্যাক’ নয়, বরং চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। একজন ৫৭ বছর বয়সী লোকের তরফ থেকে ছোট্ট উপদেশ। বার বার বলা হয়েছে পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন। তাতেই কি আপত্তি শাহরুখের? তিনি কি অভিমানের কথা বললেন। না কি জানান দিলেন তিনি এখানেই ছিলেন, যাননি কোথাও!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর