রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ভয়েসবাংলা প্রতিবেদক / ২০৪ বার
আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল–এন সভাপতি শাহবাজ শরিফ। সোমবার বিকালে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খানের দল পিটিআইয়ের সহ–সভাপতি ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। কিন্তু ভোটাভুটির সময় তার নেতৃত্বে পিটিআইয়ের আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে শাহবাজ পেয়েছেন ১৭৪টি ভোট। ফলাফল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সংসদ সদস্যরা শাহবাজ এবং নওয়াজ শরিফের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। শাহবাজ শরিফ হলেন নওয়াজ শরিফের ছোট ভাই।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে শাহবাজ ‘পাকিস্তানকে বাঁচানোর’ জন্য আল্লাহকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সফল হলো। এটা ‘মন্দের ওপর কল্যাণের জয়’। শনিবার অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর