রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

পশ্চিমা নীতির কারণেই বৈশ্বিক খাদ্য সংকট: পুতিন

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৫ বার
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

ইউক্রেনের বন্দরে আটকে থাকা খাদ্যশস্য পাঠানোর উপায় খুঁজতে প্রস্তুত, তার আগে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও চ্যান্সেলর শলৎজের সঙ্গে পুতিনের আলাপের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘বৈশ্বিক বাজারে খাদ্যশস্য সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এর মূল কারণ হচ্ছে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক ও আর্থিক নীতির কারণে’।

দুই দেশের রাষ্ট্রপ্রধানকে পুতিন বলেন, রাশিয়া কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনীয় শস্য রফতানিসহ নিরবিচ্ছিন্ন রফতানির উপায়ে সহায়তা করতে প্রস্তুত আছে। রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি হলে বিশ্বে চলমান খাদ্য সমস্যা নিরসনে ভূমিকা রাখবে। তার জন্য নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে।

এর আগে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে দেশটির দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দেওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের প্রায় অর্ধেক খাদ্যশস্য রফতানি বর্তমানে আটকে আছে। কারণ রাশিয়া কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মধ্য দিয়ে রফতানির প্রধান রুটটি অবরোধ করে রেখেছে। তিনি এমন পরিস্থিতিকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য সম্ভাব্য ‘বিপর্যয়’হিসেবে আখ্যায়িত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর