শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

নেইমারকে পাওয়ার আশায় ব্রাজিল

ভয়েস বাংলা রিপোর্ট / ৪৩ বার
আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

দ্বিতীয় ম্যাচে নেইমারকে ছাড়াই শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপের প্রাথমিক লক্ষ্যটা সম্পন্ন হলেও সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। নকআউটে প্রাণভোমরার উপস্থিতি সেটি আরও সহজ করে দিতে পারে। তার ফেরা নিয়ে ব্রাজিল এখনও নিশ্চিত করে কিছু বলেনি। তবে তারা আশায় আছে, শেষ ষোলোতেই হয়তো পিএসজি তারকাকে পাওয়া যাবে। সেলেসাওদের সহকারী কোচ ক্লেবের জাভিয়ের জানিয়েছেন, নেইমারের সেরে ওঠার প্রক্রিয়াটা ভালো মতোই চলছে।

গোড়ালির চোটে বৃহস্পতিবার অনুশীলনেও ছিলেন না নেইমার। তবে চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার পথে থাকা ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো ও দানিলো অনুশীলনে ফিরেছেন। বলা যাচ্ছে, এই দুজন নিশ্চিত করে নকআউটে খেলতে পারছেন। চোটগ্রস্তদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জাভিয়ের বলেছেন, ওরা এখন বিবর্তের পথে। তবে আমাদের মনোযোগ এখন ক্যামেরুন ম্যাচে। এর পরই ওদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

অভিজ্ঞদের ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে ব্রাজিলের মেডিক্যাল টিম। তাদের সর্বশেষ অবস্থা হয়তো জানা যাবে শনিবার। ব্রাজিলের সহকারী কোচ জানিয়েছেন, ‘ওদের জন্য নিখুঁত পরিকল্পনা সাজিয়ে মেডিক্যাল স্টাফরা কাজ করে যাচ্ছে। যাতে চোটগ্রস্ত খেলোয়াড়রা ফিরে আসতে পারে। ওদের অবস্থা শনিবার মূল্যায়ন করা হবে।

জুভেন্টাস লেফট ব্যাক সান্দ্রো সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে চোট পেয়েছেন। নেইমার আর দানিলো চোট পান সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটায়। ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার অবশ্য এখনও পর্যন্ত চোটগ্রস্তদের ফিরে আসার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানাননি। ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল আজ ড্র কিংবা জিতলেই গ্রুপসেরা হয়ে নকআউটে যাবে। হেরে গেলে এবং সুইজারল্যান্ড সার্বিয়ার বিপক্ষে জিতলে তখন গোল ব্যবধানে গ্রুপসেরা নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর