বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে

ভয়েস বাংলা রিপোর্ট / ২২ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না, সকলের সমান সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। তিনি বলেন, নির্বাচনে কোনো ভোটারকে বাধা দেয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

হাবিবুল আউয়াল বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। কারও কোনো সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর