শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়ে বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন।আমরা চাই এখানে আমাদের সব ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ দেশের মাটিতে সবার সমান অধিকার। আমারও যতটুকু অধিকার আপনাদের তো ততটুকু অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৮ আগস্ট)  বিকালে ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে.এম. সেন হলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলবো—আপনারা এ দেশের মানুষ। নিজেদের সংখ্যালঘু মনে না করে আপনারা মনে করবেন, আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেভাবে আপনাদের দেখতে চাই। তিনি বলেন, কখনও নিজেদের মনে কোনও হীনম্মন্যতা নিয়ে আসবেন না। কারণ, আপনারা যারা এদেশের নাগরিক, তারা সবাই দেশের মালিক এবং নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, এই আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন, তাহলে আর দুষ্টু লোকেরা কোনও ক্ষতি করতে পারবে না। আর দুষ্টু লোক সব ধর্মেই রয়েছে। কাজেই এই ঐক্য ও বিশ্বাসটা সবার মাঝে থাকতে হবে এবং সেটা নিয়েই আপনারা চলবেন, সেটাই আমি চাই। খবর: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর