শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

দ্বিতীয় ওয়ানডেতেই দেখা যেতে পারে নিগারকে

ভয়েস বাংলা প্রতিবেদক / ১১৩ বার
আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

আজ (বুধবার) শুরু হয়েছে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আঙুলের চোটে প্রথম ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা। চোট খুব একটা গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমন্ট। তবে প্রথম ম্যাচ না খেললেও দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ নারী দল।

সোমবার অনুশীলনে আঙুলে আঘাত পান নিগার। অধিনায়কের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিগার আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যেহেতু আমাদের বাছাই পর্বের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে ঝুঁকি নিয়ে খেলানো হয়নি। তবে তার ইনজুরি গুরুতর নয়। সে পর্যবেক্ষণে আছে, সবকিছু ইতিবাচক হলে দ্বিতীয় ম্যাচ থেকেই খেলতে পারবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তার জায়গায় অধিনায়কত্ব করেছেন ফাহিমা খাতুন। দুই বছর পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ওয়ানডেতে এবারই প্রথম কোনও দলকে পঞ্চাশের নিচে আটকাতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে অলআউট করেছিল তারা।

২০২২ সালে নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্ব খেলতে হবে। জিম্বাবুয়েতে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে আয়োজকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে নিগাররা। প্রথম ওয়ানডে বড় ব্যবধানে জেতার পর বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৩ ও ১৫ নভেম্বর হবে বুলাওয়েতে। নতুন মিশনে যাওয়ার আগে রুমানা আহমেদকে সরিয়ে উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর