রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

দেশে একবছরে এইডসে ২৩২ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ৩৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২১ সালের নভেম্বর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত দেশে এইডসে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। এর মাঝে মৃত্যু হয়েছে ২৩২ জনের।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিন বলেন, দেশে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭০৮ জন এইডস রোগী শনাক্ত হয়েছেন। তবে দেশে মোট রোগী এইডস রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি বলে ধারণা। অর্থাৎ প্রায় চার হাজার রোগী চিকিৎসার বাইরে আছেন। তারা নিজেদের মৃত্যুঝুঁকি বাড়ানোর পাশাপাশি অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এইডসে সংক্রমণ হার দশমিক শূন্য এক শতাংশ। ২০৩০ সালের মধ্যে তা শূন্যতে নামিয়ে আনতে চাই। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর