রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

ভয়েস বাংলা প্রতিবেদক / ২৮ বার
আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫০ হাজারের বেশি ছাড়িয়েছে। শুধু তুরস্কে ৪৪ হাজার ২১৮ জন মারা গেছে। অন্যদিকে সিরিয়ায় পাঁচ হাজার ৯১৪ জন মারা গেছে। এ ভূমিকম্পে তুরস্কেই এক লাখ ৭৩ হাজার স্থাপনা ধসে পড়েছে আর অস্থায়ী তাঁবুতে বসবাস শুরু করেছে ১৯ লাখের মতো মানুষ। তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকা থেকে স্থানান্তর করা হয়েছে পাঁচ লাখ ৩০ হাজারের মতো মানুষকে।

তুরস্ক সরকার জানায়, দুই লাখ ৪০ হাজার উদ্ধারকারী ভূমিকম্প কবলিত প্রদেশগুলোতে নিরলস কাজ করে যাচ্ছে। যদিও সঙ্গত কারণেই এখন আর কাউকে জীবিত উদ্ধারের খবর মিলছে না। তুরস্কের দুই কোটি এবং জাতিসংঘ বলছে, সিরিয়ায় ৮৮ লাখ মানুষ এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর: আলজাজিরা’র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর