রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

তিন মাস পর করোনায় মৃত্যু শূন্য: স্বাস্থ্য অধিদফতর

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭২ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

তিন মাস পর করোনায় একদিনে মৃত ব্যক্তির সংখ্যা শূন্যে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।এদিন শনাক্ত হয়েছে ২১৭ জন। মঙ্গলবার ১৫ মার্চ স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৯টি। এখন পর্যন্ত এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৫ দশমিক ৬১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর