রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

তারল্য পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন প্রচারণা: বিএবি

ভয়েস বাংলা রিপোর্ট / ৩৪ বার
আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ব্যাংকিং খাত সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ও নেতিবাচক প্রচার-প্রচারণা চলমান রয়েছে। এ ধরনের ভিত্তিহীন প্রচারণার পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ নভেম্বর) ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকগুলোতে বর্তমানে কোনও ধরনের আর্থিক সংকট নেই। প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত তারল্য প্রবাহ রয়েছে এবং সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা সব ব্যাংকের সব শাখায় নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন।

বিবৃতিতে বলা হয়, আমাদের স্বাধীনতার ৫১ বছরেও কোনও ব্যাংক বন্ধ হয়নি এবং আগামীতেও হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ মুহূর্তে দেশের ব্যাংক ব্যবস্থায় যে পরিমাণ তারল্য থাকার কথা, তার অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর