রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

তাপদাহের মধ্যে লন্ডনে বেড়েছে অগ্নিকাণ্ড

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ব্রিটেন ও ইউরোপে রেকর্ড মাত্রায় তাপদাহের মধ্যে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক ডজন দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, শহরজুড়ে বেশ কয়েকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার ফাইটাররা। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফায়ার ফাইটাররা কমিউনিটির প্রয়োজনীয়তা মেটাতে কাজ করছে।

মঙ্গলবার ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার সর্বকালের রেকর্ড ভেঙে গেছে। প্রথমবারের মতো দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এমন সময় এই রেকর্ড হলো যখন ইউরোপজুড়ে তীব্র তাপদাহ দেখা দিয়েছে, পুড়ছে ক্ষেত, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমানবন্দরের রানওয়ে ও ট্রেনের লাইন।

লন্ডনের মেয়র সাদিক খান টুইটারে লিখেছেন, এটি গুরুত্বপূর্ণ। লন্ডনের ফায়ার ব্রিগেড প্রচণ্ড চাপে রয়েছে। নিরাপদ থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর