রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

তাইওয়ানকে ঘিরে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধজাহাজ

ভয়েস বাংলা প্রতিবেদক / ৭ বার
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তাইওয়ানের জলসীমানার আশপাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধজাহাজ দেখা গেছে। গত সপ্তাহের শেষদিকের ২৪ ঘণ্টায় ১৬টি জাহাজ শনাক্ত হয়। রবিবার এমন দাবি করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর সিএনএনের।
বিশ্লেষকরা ধারণা করেছেন, তাইপকে ভয় দেখাতে যুদ্ধজাহাজ পাঠাতে পারে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তাইওয়ান প্রণালীর আশপাশে পিপলস লিবারেশন আর্মি নেভির (প্ল্যান) এ ধরনের মহড়া শেষ হয় স্থানীয় সময় শনিবার সকাল ৬ টায়।
সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, দ্বীপকে ঘিরে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই জাহাজগুলোর উপস্থিতি ছিল। অঞ্চলটি সামরিক তৎপরতা বাড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করেছেন মার্কিন বিশ্লেষকরা। এ বিষয়ে বেইজিংয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তাইওয়ানের আকাশপ্রতিরক্ষা জোনে প্রায়শই চীনের যুদ্ধবিমান শনাক্ত করে দ্বীপটির কর্তৃপক্ষ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। তাইওনাকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে বেইজিং। কিন্তু বিষয়টি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করে তাইপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর