রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

ঢাবি অ্যালামনাই মহাসচিব মোল্লা কাওছার, সভাপতি পারভেজ

ভয়েসবাংলা প্রতিবেদক / ৬৪ বার
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২২-২৫ সেশনের জন্য ৪৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন সভাপতি হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব মোল্লা মো. আবু কাওছার।

শনিবার (৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাইখ সিরাজ, সহ-সভাপতি সেলিনা খাতুন, মো. নূর আলী এবং আশরাফুল হক মুকুল। কোষাধ্যক্ষ হয়েছেন মাহবুব হোসাইন। যুগ্ম মহাসচিব হয়েছেন সুভাষ চন্দ্র সিংহ রায় এবং এ. কে. এম. আফজালুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রচারণা সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ। দফতর সম্পাদক শরীফুর রহমান, আইন সম্পাদক ড. মো. শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম জাহান, বিনোদন সম্পাদক মো. নাসির উদ্দিন মাহমুদ এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক তাপস চন্দ্র পাল।

কার্যনির্বাহী সদস্য দেওয়ান রাশিদুল হাসান, বেনজির আহমেদ, অ্যারোমা দত্ত, আফজাল হোসাইন, শামসুজ্জামান দুদু, মাহবুবুর রহমান, মো. নাসের শাহরিয়ার জাহিদি, মো. আতাউর রহমান প্রধান, ড. মো. আবদুল কাইয়ুম লস্কর, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মো. শহীদুল ইসলাম নীরু, মো. আল-মামুন, ইয়াসমীন সুলতানা খুকু, নাজিবুল ইসলাম দীপু, সালেহা খাতুন স্নিগ্ধা, মাহমুদা সুলতানা হেলেন, মো. মাহফুজুর রহমান আল মামুন, সাহেলা ফারজানা, নাদিরা কিরণ, অনুপম রায়, ড. নাঈমা খানম এবং শিখা বোস।

এর আগে, বিকালে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব আশরাফুল হক মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, শাইখ সিরাজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. আবু কাওছার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, অ্যালাইমনাই শুধু অর্থ দেয়, বা অবকাঠামো নির্মাণ করে তা নয়। অন্যান্য সাধারণ যে ভূমিকা তারা রাখে সেটি হচ্ছে রেপুটেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাধারণ মর্যাদা তার পিছনে অ্যালামনাইয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। যে যেখানে কাজ করছেন দেশে-বিদেশে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মর্যাদা মোরাল ইন্টিগ্রিটি, বিজনেস ইথিকস খুবই উঁচু। যেটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাংকিংয়ে, সম্মানে, মর্যাদায় শক্তিশালী প্যারামিটার হিসেবে ভূমিকা রাখে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সব আয়োজনে শক্তিশালী সহযোগী হিসেবে অ্যালাইমনাইকে গণ্য করে। এ ধারা অব্যাহত থাকবে। নতুন কমিটি সেটি জোরদার করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

সভাপতির বক্তব্যে এ. কে. আজাদ বলেন, সদ্য বিদায়ী কমিটি ১৩ কোটি ৯ লাখ টাকা রেখে যাচ্ছে। আরও ১ কোটি টাকা বিভিন্ন লোকের কাছে কমিটমেন্ট আছে, তারা দেবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোয় অবদান রাখতে চায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে অবদান রাখতে চায়। আশা করি, বিশ্ববিদ্যালয় এ কাজে এগিয়ে আসবে। আমার শুধু অনুরোধ থাকবে, অ্যালামনাইয়ের পাশাপাশি প্রত্যেকে প্রত্যেকের বিভাগের অ্যালাইমনাইকে শক্তিশালী করবো। যেন কোনও বিভাগের শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়।

সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর সভার এজেন্ডা ঘোষণা করেন এ. কে. আজাদ। সংগঠনের শোকপ্রস্তাব পাঠ করেন যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়। শোক প্রস্তাবে করোনায় মারা যাওয়া অ্যালামনাইদের নাম উল্লেখ করে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে গত ২০১৯ সালের ২৭ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান বাবু। কমিটির তিন বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন মহাসচিব রঞ্জন কর্মকার এবং আয়-ব্যয়ের বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান।

তিন বছরের বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপনের পর এর ওপর অ্যাসোসিয়েশনের সদস্যরা আলোচনা করেন। এরপর এই কার্যবিবরণী এবং আয়-ব্যয়ের প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া সভায় সভাপতির অনুমতিক্রমে অন্যান্য বিষয় উপস্থাপন ও এর ওপর আলোচনা করা হয়। সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর