রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

ডেঙ্গুর ঝুঁকিতে রাজধানীর ৫৫টি ওয়ার্ড

ভয়েস বাংলা প্রতিবেদক / ১২ বার
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

দেশে প্রতিনিয়ত ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে ঢাকার দুই সিটির ৫৫টি ওয়ার্ড। বহুতল ভবনে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন জরিপের ফলাফল তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান। ডা. নাজমুল বলেন, ঢাকা উত্তর সিটির ২০ দশমিক ০৪ শতাংশ এবং দক্ষিণে ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। উন্নয়নমূলক কার্যক্রম, রাস্তা উঁচু হওয়া, ভবনের নিচতলায় কিংবা পার্কিংয়ে জমে থাকা পানির কারণে লার্ভা পাওয়া যাচ্ছে বেশি।
ঢাকা উত্তর সিটিতে ঝুঁকিপূর্ণ রয়েছে ২৭টি ওয়ার্ড। এগুলো হলো- ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭ ও ৩৮।
ঢাকা দক্ষিণ সিটিতে আছে ঝুঁকিপূর্ণর তালিকায় আছে ২৮টি ওয়ার্ড। এগুলো হলো- ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫ ও ৫৬।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। এ ছাড়া, ৯ হাজার ৮৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ১৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর