রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

টাইটান বিস্ফোরিত হওয়ার পরপরই শব্দ শনাক্ত করেছিল মার্কিন নৌবাহিনী

ভয়েস বাংলা প্রতিবেদক / ১১ বার
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

মূল জাহাজের সঙ্গে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমুদ্রের তলদেশে ‘বিস্ফোরণের মতো শাব্দিক অসঙ্গতি’ শনাক্ত করেছিল বলে দাবি মার্কিন নোবাহিনীর। শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।
তবে সেটি নির্দিষ্টভাবে টাইটান বিস্ফোরণের শব্দ কিনা নিশ্চিত হতে না পেরে উদ্ধার অভিযানে থাকা কোস্টগার্ডকে জানায় নৌবাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে সিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। তবে আরও আগে জনগণকে এই তথ্য না জানানোর কোনও কারণ জানাননি তিনি।
মার্কিন নৌবাহিনীর সাবেক চিকিৎসক ডেল মোল ধারণা করছেন, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে মারা গেছেন ডুবোযানটিতে থাকা ৫ ক্রু।
মার্কিন নৌবাহিনীর ‘সোনার সিস্টেমের’ মাধ্যমে এই শব্দ শনাক্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়। আটলান্টিক মহাসাগরের গভীরে সোভিয়েত সাবমেরিনের চলাচল শনাক্তের জন্য ১৯৫০-এর দশকে সাউন্ড সার্ভিলেন্স সিস্টেমটি তৈরি করা হয়েছিল। তবে শনাক্তকৃত এই শব্দটি যে টাইটান বিস্ফোরণের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির উপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর