সোমবার, ১৭ জুন ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

জোটে নির্বাচন করবে না জাতীয় পার্টি: চুন্নু

ভয়েস বাংলা রিপোর্ট / ২২ বার
আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারও সঙ্গে জোটে গিয়ে নির্বাচন করবে না। ৩০০ আসেন একক প্রার্থী দেবে।’

বুধবার (১৫ মার্চ) বিকালে রাঙামাটিতে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, রেজাউল করিম ভূঁইয়া। প্রথম অধিবেশন শেষে বিকাল ৫টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন।

মুজিবুল হক চুন্নু বলেন, ক্ষমতায় আসার জন্য বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপি মারমুখী অবস্থায় আছে। তাদের এই কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত। তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে লুটপাট করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় চায় না। দলের গ্রুপিং সম্পর্কে তিনি বলেন, দলে চাকর-বাকর, গোমস্তাদের কোনও অস্তিত্ব নেই। জাতীয় পার্টি চলবে জি এম কাদেরের নেতৃত্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর