রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন পুতিন

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৮ বার
আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন যদি কার্যকর ফলাফল আসে। পুতিন দাবি করে বলেন, কিয়েভ পারস্পারিক গ্রহণযোগ্য সমাধান খুঁজতে প্রস্তত নয় একই সঙ্গে আলোচনাতেও বেমানান।

চলতি সপ্তাহের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো শান্তি আলোচনা এগিয়ে নিতে ইউক্রেনের কাছে মূল নথি হস্তান্তর করেছে এবং বলটি ইউক্রেনের কোর্টে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অস্বীকার করে বলেছেন, রাশিয়া থেকে এ সংক্রান্ত কোনও নথি পায়নি তারা।

দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের প্রসঙ্গে সম্প্রতি প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মাইখিলো পোদোলিয়াক বলেন, জেলনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি আলোচনা হতে পারে যুদ্ধ বন্ধের একমাত্র উপায়। যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের কথা জানান জেলেনস্কি। যদিও এ নিয়ে মস্কো কোনও প্রতিক্রিয়া দেখায়নি। যুদ্ধ চলার মধ্যেই দুই দেশের প্রতিনিধের মধ্যে বেলারুশ এবং তুরস্কে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও ফলাফল আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর