রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

জেলার-এর ঝলক

ভয়েস বাংলা প্রতিবেদক / ১০ বার
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। দুই বছর পর নতুন সিনেমা নিয়ে আসলেন তিনি। গেল ১০ আগস্ট মুক্তি পায় তার নতুন সিনেমা ‘জেলার’। ৭২ বছর বয়সী এই অভিনেতার জেলার সিনেমাটি মুক্তির ৪ দিনে ৩০০ কোটি রুপির মাইলফলকে প্রবেশ করেছে। বয়সের কাছে হার না মানা অভিনেতা রজনীকান্ত। এরইমধ্যে সিনেমাটি ভারতে ৪২ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে শুধু তামিল ভাষাতে আয় ছিল ৩৪ কোটি রুপি। সবমিলিয়ে ৪ দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১৫০ দশমিক ৬০ কোটি রুপি, যার বেশিরভাগ তামিল ও তেলেগু থেকে এসেছে। জেলার সিনেমাটি বিদেশেও দর্শক টানতে পারছে।
বিদেশী বাজারে ১৬ মিলিয়নেরও বেশি আয় করেছে জেলার। কিছু দেশে প্রতিদিনের আয়ের দিক থেকে পাঠানকে ছাড়িয়ে গেছে। এছাড়া, আয়ের দিক থেকে মহামারি পরবর্তী ভারতীয় সিনেমাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আরআরআরের পেছনে আছে। মাত্র ৪ দিন পর সিনেমাটি সব মিলিয়ে আয় করেছে ৩০৮ কোটি রুপি। ফলে, সিনেমাটি ইতোমধ্যে এ বছরের দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হয়ে উঠেছে। ২০০ কোটি রুপির বাজেটে ‘জেইলার’ নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এছাড়া মালায়লাম তারকা মোহনলাল অতিথি চরিত্রে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর