রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

জিয়া জাদুঘরের স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সরানো হবে : তথ্য প্রতিমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ২০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান বলেন, চট্রগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর থেকে অবিলম্বে আমাদের মহান স্বাধীনতার ঘোষণা প্রদানে ব্যবহৃত ঐতিহাসিক ট্রান্সমিটার চট্রগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে স্থানান্তর করা হবে।

বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রাম সার্কিট হাউজে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

মুরাদ হাসান বলেন, এ ট্রান্সমিটার আমাদের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অংশ। বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য দলিল। মুক্তিযুদ্ধ চলাকালে এ ট্রান্সমিটারের মাধ্যমেই স্বাধীনবাংলা বেতারকেন্দ্র পরিচালিত হয়েছিল। ঐতিহাসিক ট্রান্সমিটারটি বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন। জিয়া স্মৃতি জাদুঘর থেকে ট্রান্সমিটারটি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে স্থানান্তরের বিষয়টি আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর