রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

জামায়াতের বিষয়ে আমরা নীতি থেকে সরে আসিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ১৪ বার
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

জামায়াতকে সমাবেশের অনুমতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াতের সমাবেশ এটিই প্রথম নয়। তারা সমাবেশ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটায়। ইনডোরে তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া মানে এই নয় যে আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।
রবিবার রাজধানীর রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত একটি অনিবন্ধিত দল। তারা মাঝেমধ্যেই বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করে। ইনডোরেও তারা বিভিন্ন অনুষ্ঠান করে। দলটি অনুষ্ঠান করতে মাঠের জন্য আবেদন করলে অনুমতি দেওয়া হয়নি। দলটি আবদ্ধ স্থানে ইনডোরে মিটিং করতে চেয়েছে। পরে মৌখিকভাবে কমিশনার (ডিএমপির) অনুমতি দিয়েছেন। এতে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি।
এদিকে এক দশকের বেশি সময় পর জামায়াত পুলিশের মৌখিক অনুমতি পেয়ে গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর