রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

জাপান-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩৫৬ বার
আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশের। বিকেএসপিতে ২৮ সদস্যের দল নিয়ে টার্ফে নেমে পড়েছেন মালয়েশিয়ার কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। আশার কথা, অনুশীলনের আগে সবাই করোনা নেগেটিভ হয়েছেন।

পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন জিমি-শিতুলরা। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতার আগে তারা অনুশীলন ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছেন। ১০ ডিসেম্বর জাপান ও ১২ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে লাল-সবুজ দল। সব ম্যাচই হবে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। ফলে মূল টুর্নামেন্টের আগেই প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে স্বাগতিকরা।

প্রস্তুতি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জাপান ও পাকিস্তান হলো প্রতিপক্ষ। বিকেএসপিতে শুরু হওয়া আবাসিক ক্যাম্পটি কয়েক দিন চলবে। তারপর ১৮ সদস্যের দল চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর