রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মানতে হবে যেসব নির্দেশনা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এবং জনগণকে নিরাপদ রাখতে একটি গাইডলাইন জারি করেছে সরকার। রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইস্যুকৃত এই গাইডলাইন জারি করা হয়।

গাইডলাইনের নির্দেশনায় বলা হয়, শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। কোভিড টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার আলাদা আলাদা পথ রাখতে হবে। এছাড়া অনুষ্ঠানস্থলে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অনুষ্ঠানস্থলের ধারণ ক্ষমতার অর্ধেক বা তারও কম সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠান করতে হবে। এছাড়া, সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না বলেও গাইডলাইনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর