রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবের তিনদিনব্যাপী আবৃত্তি কর্মশালা’র সনদ বিতরণ

ভয়েস বাংলা প্রতিবেদক / ২৯ বার
আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

সনদ বিতরণের মধ্যদিয়ে জাতীয় প্রেস ক্লাবের তিনদিনব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা’র সমাপ্তি ঘটেছে।বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সার্বিক সহযোগিতায় তিনদিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহকামউল্লাহ। কর্মশালায় নিবন্ধনকৃত অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।

আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ক্লাব সদস্য সন্তানদের (প্রাইমারী-দ্বাদশ শ্রেণী) তিনদিনব্যাপী এ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকামউল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, উপদেষ্টা মন্ডলী সদস্য মীর বরকত বক্তৃতা করেন।

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দীকি সোমা’র সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনসহ উপকমিটির সদস্য ঝর্ণা রায়, মোরশেদ আলম, জান্নাতুল ফেরদৌস পান্না ছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিভাকরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর