রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

গণহত্যা দিবসে দেশব্যাপী রাতে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি

ভয়েস বাংলা রিপোর্ট / ১৫ বার
আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

আজ ২৫ মার্চ, ভয়াল সেই কালরাত। ১৯৭১ সালের এই রাতেই পৃথিবীর ইতিহাসের জগন্যতম গণহত্যার শিকার হয় বাংলাদেশের মানুষ। পাকিস্তানিদের সুপরিকল্পিত কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট’। এক রাতেই সেদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো বাঙালি। দিনটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াল সেই রাতে গণহত্যার শিকার অগণিত শহীদকে স্মরণ করেছেন।

২০১৭ সালে এই জঘন্য গণহত্যা স্মরণে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে। এ কালরাত স্মরণীয় রাখতে শনিবার (২৫ মার্চ) দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি নিয়েছে সরকার।
কেপিআইভুক্ত এলাকা ছাড়া দেশের মানুষ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর