রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

জন্মাষ্টমীর শোভাযাত্রা: যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬০ বার
আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে আজ শুক্রবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভাযাত্রা চলাকালীন নাগরিকবৃন্দকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

শোভাযাত্রার রুট

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত। এছাড়াও শোভাযাত্রার নিরাপত্তার জন্য নিম্নোক্ত নির্দেশনা সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হলো:

১। উল্লেখিত জন্মাষ্টমীর রুটে কোনও ধরণের যানবাহন পার্কিং না করা;

২। রুট এলাকার আশপাশের সকল দোকান শোভাযাত্রা চলাকালীন বন্ধ রাখা;

৩। উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম না বাজানো;

৪। শোভাযাত্রায় প্রারম্ভিক অবস্থা থেকে মিলিত হতে হবে, কোনক্রমেই শোভাযাত্রার মাঝপথ দিয়ে কোনও ব্যক্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না;

৫। নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না;

৬। শোভাযাত্রা চলাকালীন রুটে কোনও ধরণের ফলমূল ছোড়া যাবে না;

৭। শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না;

৮। সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন;

৯। শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হলো;

১০। ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর