রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

জনসন খুবই ‘বিষাক্ত’: কনজারভেটিভ এমপিরা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরাধিকারী না পাওয়া পর্যন্ত অথবা তত্ত্বাবধায়ক নেতা হিসেবে থাকার অনুমতি না দিয়ে অবিলম্বে স্থলাভিষিক্তের দাবি তুলেছেন কনজারভেটিভের একাধিক আইনপ্রণেতা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আইনপ্রণেতাদের চাপের মুখে বৃহস্পতিবার (৭ জুলাই) ডাউনিং স্ট্রিটের বাইরে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জনসন। মেয়াদ শেষ হওয়ার আগেই এমন পদত্যাগকে ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেন। তবে দলের নতুন নেতা বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান। কিন্তু এর আগেই জনসনকে অফিস ছাড়ার আহ্বান জানিয়েছেন তারই দল কনজারভেটিভ পার্টির সাতজন আইনপ্রণেতা। দেশটিতে অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

এক্ষেত্রে উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাবকে উপযুক্ত মনে করছেন কনজারভেটিভের দু’জন জ্যেষ্ঠ আইনপ্রণেতা। এদের একজন বলেন, আমাদের যত দ্রুত সম্ভব বরিসকে বদলি করা দরকার। কারণ তিনি খুবই ‘বিষাক্ত’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর