রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস লিগের স্লট পাচ্ছে বাংলাদেশ

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

এএফসি চ্যাম্পিয়নস লিগে কখনও খেলা হয়নি বাংলাদেশের ক্লাবের। এবার ২০২৩ সালের জন্য সেই সুযোগ এসেছে। নতুন বছরে বাংলাদেশ থেকে একটি ক্লাব খেলার সুযোগ পাবে। তবে শুরুতে বাছাই পর্বে লড়াই করতে হবে। এছাড়া যথারীতি এএফসি কাপে দুটি দলের খেলার সুযোগ এবারও আছে।

চ্যাম্পিয়নস লিগে শুধু সৌদি আরব ও ইরান থেকে সর্বোচ্চ তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এরপরই দুটি করে দল রয়েছে কাতার ও উজবেকিস্তানের। এছাড়া দক্ষিণ এশিয়া থেকে শুধু মাত্র ভারতের একটি দল সরাসরি খেলবে। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে খেলার সম্ভাবনা রয়েছে। আবাহনী লিমিটেডের রয়েছে এএফসি কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণের।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, এএফসি এখনও আমন্ত্রণপত্র দেয়নি। শুধু স্লটটা ঠিক হয়েছে। এবার এএফসি কাপের পাশপাশি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে বাংলাদেশের ক্লাব থাকছে। তিনটি দল খেলবে এএফসির ক্লাব ফুটবলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর